বৃহস্পতিবার, অক্টোবর ৯

ডাকসু নির্বাচনে ব্যক্তিত্ব, মেধা, নৈতিকতা ও কল্যাণকর কর্মকাণ্ডের বিজয়

ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম-এস এম ফরহাদ-মহিউদ্দিন খান প্যানেল বিজয়ী হয়েছে।

তাদের প্রধানতম প্রতিদ্বন্দ্বী ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারা হতাশাজনক ফলাফলের সম্মুখীন হয়েছে। এ ফলাফল নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

কয়েক দশক ধরে বিশেষ করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতি হয়ে উঠেছিল দলীয় আনুগত্য, সহিংসতা ও ক্ষমতাসীন দলের তোষণপ্রবণতার প্রতিশব্দ। ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্র সংগঠনের ভয় দেখানো ও রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য কুখ্যাত হয়ে ওঠে ক্যাম্পাস রাজনীতি।

জুলুম, নিপীড়ন, বিভিন্ন ধরনের বৈষম্য, দূর্নীতি, গণরুম ও রেগিং এর নামে নির্যাতন ইত্যাদি অভিযোগে ছাত্র রাজনীতি কলুষিত হয়ে ওঠে। এবারের ডাকসু নির্বাচন অন্যরকম এক ইতিহাস সৃষ্টি করেছে। কিভাবে এটা সম্ভব হলো এ নিয়ে চলছে ব্যাপক বিশ্লেষণ।

অনেকে মনে করেন, বিজয়ী ছাত্রদের ক্লিন ইমেজের কারণে ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। তাদের নৈতিকতা, আচারণ, রাজনীতির পাশাপাশি মেধার স্বাক্ষরসহ সার্বিক অবস্হা শিক্ষার্থীরা খুব কাছ থেকেই পর্যবেক্ষণ করে বিজয়ীদের প্রতি আস্হা রেখেছে। শিক্ষার্থীবান্ধব নানা কর্মকাণ্ড এ অভাবনীয় জয়ের পিছনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বলে অনেকে মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *