
|| নিজস্ব প্রতিবেদক ||
একসময় বঙ্গীয় অঞ্চলের রাষ্ট্রীয় ভাষা ছিল ফারসি। এ ভাষায় লেখা হতে গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, গান, পুঁথিগাথা-সহ ধর্মীয় গুরুত্বপূর্ণ বই-পুস্তক। এসকল গুরুত্বপূর্ণ লিখনীর পাঠোদ্ধারে সঠিকভাবে ফারসি জানা অত্যন্ত জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ফারসি ভাষা পড়ানো হয়, চর্চা হয় কওমি মাদ্রাসাগুলোতেও।
ফারসি ভাষা শিক্ষার পথকে আরও সহজ ও সুগম করতে প্রকাশিত হতে যাচ্ছে “ফারসি ব্যাকরণ শিক্ষা”। ফারসি ভাষার মৌলিক কাঠামো ও ব্যাকরণকে সহজবোধ্য উপস্থাপনায় সাজিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক এবং চেয়ারম্যান, ইরানি চলচ্চিত্র বিশেষজ্ঞ ড. মুমিত আল রশিদ।
৩৮১ পৃষ্ঠার এই বইটি শিক্ষার্থী, গবেষক ও ফারসি ভাষাপ্রেমীদের জন্য এক অনন্য সহায়িকা হয়ে উঠবে। বইটি ২৫ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলায় নবান্ন প্রকাশনীর ২৩১-২৩২ নম্বর স্টলে পাওয়া যাবে।
ড. মুমিত আল রশিদ তার লিখিত ব্যাকরণ বইটি সম্পর্কে নিজের ফেসবুক আইডিতে লেখেন, “৩৮১ পৃষ্ঠার ‘ফারসি ব্যাকরণ শিক্ষা’ নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটলো। মহান স্রষ্টার প্রতি পরম কৃতজ্ঞতা। ২৫ ফেব্রুয়ারি থেকে নিয়মিত বইমেলায় পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর ২৩১-২৩২ নম্বর স্টলে।
ড. তারিক জিয়াউর রহমান সিরাজি স্যারের সংযোজন-বিয়োজন ও পরামর্শ। চীনে নিযুক্ত ইরানি কালচারাল কাউন্সিলর আমার ইরানি অভিভাবক ড. নেয়ামতউল্লাহ ইরানযাদে স্যারের ফারসি অংশ পুঙ্খানুপুঙ্খ পাঠ ও পরামর্শ এবারের বইটির বিশেষত্ব।
আশা করছি, এবারের বইটি শিক্ষার্থী ও ফারসি শেখায় আগ্রহী সকলের প্রয়োজন মেটাবে।”
যেকোনো ভাষার শৃঙ্খলা, গাঠনিক বিন্যাস বা প্রকৃতি প্রভৃতি বোঝার জন্য প্রয়োজন ভাষার নিয়ম-কানুন। আর নিয়ম-কানুন হচ্ছে ভাষার ব্যাখ্যা বিশ্লেষণ, মূল শব্দ ধরে উৎস সন্ধান, মূল শব্দের সাথে নতুন শব্দ যোগ করে অর্থবহ ও ব্যঞ্জনাধর্মী শব্দ তৈরি প্রভৃতি। এই যে নিয়ম-কানুন তা ব্যাকরণ ছাড়া বুঝবার বিকল্প নেই। আধুনিক ভাষাবিজ্ঞান ব্যাকরণকে, খুবই সহজ ও সরল করে বুঝবার বা জানবার জায়গা করে দিয়েছে। ড. মুমিত আল রশিদ ইরানে অধ্যয়নকালে ফারসি ভাষার প্রাচীন ও আধুনিক উভয় রূপকে আত্মস্থ করে ২০২৩ সালে প্রকাশ করেন ফারসি ব্যাকরণের সহজপাঠ। ব্যাকরণের সহজপাঠকে আরো সহজ, সাবলীল ও বিস্তারিতভাবে তুলে ধরতে তিনি রচনা করেছেন ফারসি ব্যাকরণ শিক্ষা।
ফারসি ভাষা অনুরাগী ও শিক্ষার্থীদের জন্য গ্রন্থটি সহায়ক ভূমিকা পালন করবে।