|| হাফেজ মু. হাসান জামান ||
ইসলাম শিক্ষা, সেবামূলক কাজ এবং সমাজের প্রতি দায়িত্বশীল মনোভাবের প্রতি বিশেষ গুরুত্ব দেয়। শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করে সমাজে শৃঙ্খলা ও নিরাপত্তা আনার চেষ্টা করছে, যা ইসলামের মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “মুসলিম হলো, যার হাত ও জিভ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে” (বুখারি)। এই পরিপ্রেক্ষিতে, শিক্ষার্থীদের রাস্তার শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা তাদের আত্মসেবা এবং সমাজের প্রতি দায়িত্ববোধের প্রতীক।
সমাজের কল্যাণে অন্যদের সাহায্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফযীলতপূর্ণ একটি কাজ। আল্লাহ তায়ালা কোরআনে বলেন, “আপনারা পরস্পরের সাথে সহযোগিতা করুন, পাপ ও সীমালঙ্ঘনের ক্ষেত্রে নয়” (সুরা আল-মায়িদা: ২)। শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনের ক্ষেত্রে সহযোগিতা করে আমরা তাদের সঠিকভাবে সহায়তা করতে পারি।
শিক্ষার্থীদের এই উদ্যোগের সাফল্য এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করত আমাদের উচিত: (১) তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সঠিক তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা।
(২) তাদের কাজে মানসিক সমর্থন ও উৎসাহ প্রদান করা, এবং সমাজের প্রতি তাদের উদ্যোগের প্রশংসা করা উচিত।
শিক্ষার্থীরা যখন ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে, তারা সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের পাশে দাঁড়িয়ে এবং সহযোগিতা করে আমরা ইসলামের মানবিক মূল্যবোধকে আরও বাস্তবায়িত করতে পারি। এইভাবে, আমাদের সমাজের উন্নতি এবং নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে ইনশাআল্লাহ্।
লেখক: ইসলামী গবেষক, রংপুর।