বৃহস্পতিবার, অক্টোবর ৯

টাইফয়েড ঠিকাদান ক্যাম্পেইন সফল করতে দিনব্যাপী কর্মশালা

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||

খাগড়াছড়ির পানছড়িতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় মাঠ পর্যায়ে মাঠকর্মীদের প্রশিক্ষণের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল নয়টা থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনতোষ চাকমার সার্বিক তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এসময়, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ হাফেজ উদ্দিন, ডাক্তার তাপস সাহা, ডাক্তার রাজেশ দেব।

এছাড়াও কর্মশালায় স্বাস্থ্য ইন্সপেক্টরগণ, স্বাস্থ্য সহকারীগণ, এফ ডব্লিউ বি, এফ ডব্লিউএ, এফবিআই, সিএসসিপি, কমিউনিটি স্বাস্থ্য সহকারীগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১৮ দিন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ মাঠ পর্যায়ে কাজ করবেন। এতে প্রথম দশ দিন স্কুল পর্যায়ে শিশুদের টিকা প্রদান করবেন। পরবর্তী আট দিন কমিউনিটি ক্লিনিকসমূহে পাড়া-গ্রাম ভিত্তিক এই টিকা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *