শনিবার, জানুয়ারি ১০

টঙ্গীতে যুবদলের নতুন কমিটি প্রত্যাখ্যান: মহাসড়ক অবরোধ করে মশাল ও ঝাড়ু মিছিল

|| টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ||

টঙ্গী পশ্চিম থানা যুবদলের নবগঠিত কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে যুবদলের একাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মশাল ও ঝাড়ু মিছিল করেছে। গত ৭ জানুয়ারি সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানা যুবদলের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত ওই কমিটিতে শেখ সুমনকে সভাপতি এবং আজিজুর রহমান টিপুকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার একদিন পার না হতেই, ৮ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে সদ্য বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব সেলিম কাজলের অনুসারীরা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা মশাল ও ঝাড়ু হাতে নিয়ে প্রতিবাদ মিছিল করেন।

মিছিলটি টঙ্গীর চেরাগ আলী এলাকা থেকে শুরু হয়ে শফিউদ্দিন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এ সময় বিক্ষোভকারীরা “অবৈধ কমিটি মানি না, মানবো না”, “পকেট কমিটি মানি না, মানবো না”, “রাজপথের সেলিম ভাই, আমরা তোমায় ভুলি নাই”— এমন বিভিন্ন স্লোগান দেন। নবগঠিত কমিটি বাতিলের দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন বলে জানান আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *