বৃহস্পতিবার, মার্চ ১৩

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||

‘ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও শেখ হাসিনাসহ জুলাই গণহত্যায়’ জড়িতদের বিচারের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুমআ ছাত্রশিবির বগুড়া জেলা শাখার উদ্যোগে এ গণমিছিলে শহরের হাজারো মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি কলোনি জামিল মাদরাসার সামনে থেকে বের হয়ে বড়গোলা হয়ে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও কেন্দ্রীয় গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া। এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বগুড়া শহর ছাত্রশিবিরের সভাপতি রেজোয়ানুল ইসলাম, বগুড়া জেলা পূর্বের সভাপতি জোবায়ের হোসেন, বগুড়া জেলা পশ্চিমের সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, বগুড়া শহর শাখার সেক্রেটারি হাবিবুল্লাহ, পশ্চিম জেলা সেক্রেটারি হাফেজ আল-ইমরান ও পূর্ব জেলা সেক্রেটারি শাহরিয়ার হাসান বিপ্লব।

বক্তব্যে ছাত্রশিবির নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের পর সারাদেশে ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের হলেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। বরং আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং সরকারের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করার চেষ্টা করছে। অবিলম্বে গণহত্যায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হোক।

নেতারা আরও বলেন, যদি গণহত্যায় জড়িতদের গ্রেপ্তার না করা হয়, তবে ছাত্রশিবির আবারও রাজপথে নামবে। ছাত্রশিবির কোনো অবস্থাতেই দেশে অনাচার, দুর্নীতি ও গণহত্যাকারীদের বিরুদ্ধে চুপ করে থাকবে না। গণহত্যার বিচার হতে হবে এবং শত্রুদের বিরুদ্ধে এ লড়াই অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *