বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১২৫ আসনে প্রার্থী ঘোষণা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১২৫ আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সদস্যসচিব আখতার হোসেন এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীদের আসনভিত্তিক প্রার্থী তালিকা

আসনপ্রার্থীর নাম
পঞ্চগড়-১মো. সারজিস আলম
ঠাকুরগাঁও-২মো. রবিউল ইসলাম
ঠাকুরগাঁও-৩মো গোলাম মর্তুজা সেলিম
দিনাজপুর-৩আ হ ম শামসুল মুকতাদির
দিনাজপুর-৫ডা. মো. আব্দুল আহাদ
নীলফামারী-২ডা. মো. কামরুল ইসলাম দর্পন
নীলফামারী-৩মো. আবু সায়েদ লিয়ন
লালমনিরহাট-২রাসেল আহমেদ
লালমনিরহাট-৩মো. রকিবুল হাসান
রংপুর-১মো. আল মামুন
রংপুর-৪আখতার হোসেন
কুড়িগ্রাম-১মো. মাহফুজুল ইসলাম
কুড়িগ্রাম-২ড আতিক মুজাহিদ
কুড়িগ্রাম-৩ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনি
গাইবান্ধা-৩মো. নাজমুল হাসান সোহাগ
গাইবান্ধা-৫ডা. আ. খ. ম. আসাদুজ্জামান
জয়পুরহাট-১গোলাম কিবরিয়া
জয়পুরহাট-২আবদুল ওয়াহাব দেওয়ান কাজল
বগুড়া-৬আব্দুল্লাহ-আল-ওয়াকি
চাঁপাইনবাবগঞ্জ-২মু. নাজমুল হুদা খান (রুবেল খান)
নওগাঁ-১কৈলাশ চন্দ্র রবিদাস
নওগাঁ-২মোঃ মাহফুজার রহমান চৌধুরী
নওগাঁ-৩পরিমল চন্দ্র (উরাও)
নওগাঁ-৪মো. আব্দুল হামিদ
নওগাঁ-৫মনিরা শারমিন
নাটোর-২আব্দুল মান্নাফ
নাটোর-৩অধ্যাপক এস. এম. জার্জিস কাদির
সিরাজগঞ্জ-৩দিলশানা পারুল
সিরাজগঞ্জ-৪দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)
সিরাজগঞ্জ-৫মনজুর কাদের
সিরাজগঞ্জ-৬এস এম সাইফ মোস্তাফিজ
পাবনা-৪অধ্যক্ষ ড. মোঃ আব্দুল মজিদ
মেহেরপুর-১মো. সোহেল রানা
মেহেরপুর-২অ্যাডভোকেট সাকিল আহমাদ
চুয়াডাঙ্গা-১মোল্লা মোহাম্মদ ফারুক এহসান
ঝিনাইদহ-১এডভোকেট লাবাবুল বাসার (দয়াল বাসার)
যশোর-৪মো. শাহজাহান কবীর
মাগুড়া-২মোহাম্মাদ তরিকুল ইসলাম
বাগেরহাট-২মোল্যা রহমাতুল্লাহ
খুলনা-১মো: ওয়াহিদ উজ জামান
খুলনা-২ফরিদুল হক
পটুয়াখালী-১এডভোকেট জহিরুল ইসলাম মুসা
পটুয়াখালী-২মুজাহিদুল ইসলাম শাহিন
ভোলা-১এডভোকেট মো. জিয়াউর রহমান
বরিশাল-৪আবু সাঈদ মুসা
বরিশাল-৫মো. নুরুল হুদা চৌধুরী
ঝালোকাঠি-১ডা. মাহমুদা আলম মিতু
পিরোজপুর-৩ড. মো. শামীম হামিদী
টাংগাইল-১সাইদুল ইসলাম (শহীদ সাজিদ এর পরিবার)
টাংগাইল-৩সাইফুল্লাহ হায়দার
টাংগাইল-৫মাসুদুর রহমান রাসেল
টাংগাইল-৭খন্দকার মাসুদ পারভেজ
জামালপুর-৪ডা. মো. মোশাররফ হোসেন
শেরপুর-১ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া
শেরপুর-২খোকন চন্দ্র বর্মণ (আহত)
ময়মনসিংহ-১মো. আবু রেহান
ময়মনসিংহ-৩কবি সেলিম বালা
ময়মনসিংহ-৫মিয়াজ মেহরাব তালুকদার
ময়মনসিংহ-৬জাবেদ রাসিন
ময়মনসিংহ-৭এডভোকেট এ.টি. এম. মাহবুব-উল আলম
ময়মনসিংহ-৯আশিকিন আলম (রাজন)
ময়মনসিংহ-১১তানহা শান্তা
নেত্রকোণা-২ফাহিম রহমান খান পাঠান
নেত্রকোণা-৩প্রকৌশলী ইফতেখার হোসেন সিদ্দিকী (শামীম)
কিশোরগঞ্জ-২আবু সাঈদ (সাঈদ উজ্জ্বল)
কিশোরগঞ্জ-৩শেখ খায়রুল কবির আহমেদ
মুন্সিগঞ্জ-১আলী নেওয়াজ
মুন্সিগঞ্জ-২মাজেদুল ইসলাম
ঢাকা-১মো. রাসেল আহমেদ
ঢাকা-৪ডা. জাহিদুল ইসলাম
ঢাকা-৫এস এম শাহরিয়ার
ঢাকা-৭তারেক আহম্মেদ আদেল
ঢাকা-৯ডা. তাসনিম জারা
ঢাকা-১১মো. নাহিদ ইসলাম (এনসিপির আহ্বায়ক)
ঢাকা-১২নাহিদা সারওয়ার নিভা
ঢাকা-১৩আকরাম হুসাইন
ঢাকা-১৫মেজর (অব) মুহাম্মদ আলমগীর ফেরদৌস
ঢাকা-১৬আরিফুল ইসলাম আদীব
ঢাকা-১৭ডা. তাজনূভা জাবীন
ঢাকা-১৮নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা-১৯ফয়সাল মাহমুদ শান্ত
ঢাকা-২০ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ
গাজীপুর-৬ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল
নরসিংদী-১মো. আবদুল্লাহ আল ফয়সাল
নরসিংদী-২সারোয়ার তুষার
নরসিংদী-৪ডা. মো. মামুনুর রহমান জাহাঙ্গীর
নরসিংদী-৫মো. নাজমুল হক সিকদার
নারায়ণগঞ্জ-৪এডভোকেট আব্দুল্লাহ আল আমিন
নারায়ণগঞ্জ-৫আহমেদুর রহমান তনু
রাজবাড়ী-২সাইয়েদ জামিল (জামিল হিজাযী)
ফরিদপুর-৩সৈয়দা নীলিমা দোলা
গোপালগঞ্জ-১প্রলয় কুমার পাল
গোপালগঞ্জ-৩মো. আরিফুল দাড়িয়া
শরীয়তপুর-১মো. আব্দুর রহমান
সিলেট-১এহতেশাম হক
সিলেট-৩ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ
সিলেট-৪মো. রাশেল উল আলম
মৌলভীবাজার-৪প্রীতম দাশ
হবিগঞ্জ-৪নাহিদ উদ্দিন তারেক
ব্রাক্ষণবাড়িয়া-২মাওলানা আশরাফ উদ্দিন মাহদি
ব্রাক্ষণবাড়িয়া-৩মো: আতাউল্লাহ
কুমিল্লা-৪হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা-৬নাভিদ নওরোজ শাহ
চাঁদপুর-১আরিফুল ইসলাম
চাঁদপুর-২ইসরাত জাহান বিন্দু
চাঁদপুর-৫মো মাহাবুব আলম
ফেনী-৩মোহাম্মাদ আবুল কাশেম
নোয়াখালী-১ব্যারিস্টার মো. ওমর ফারুক
নোয়াখালী-৫এডভোকেট হুমায়রা নূর
নোয়াখালী-৬আব্দুল হান্নান মাসউদ
চট্টগ্রাম-৬মহিউদ্দিন জিলানী
চট্টগ্রাম-৮মো. জোবাইরুল হাসান আরিফ
চট্টগ্রাম-৯মো. রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু
চট্টগ্রাম-১০সাগুফতা বুশরা মিশমা
চট্টগ্রাম-১১মোহাম্মদ আজাদ দোভাষ
চট্টগ্রাম-১৩জুবাইরুল আলম মানিক
চট্টগ্রাম-১৪মুহাম্মদ হাসান আলী
চট্টগ্রাম-১৫আবদুল মাবুদ সৈয়দ
চট্টগ্রাম-১৬মীর আরশাদুল হক
কক্সবাজার-১মোঃ মাইমুল আহসাম খান
কক্সবাজার-২আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন
কক্সবাজার-৪মুহাম্মদ হোসাইন
খাগড়াছড়িএডভোকেট মনজিলা সুলতানা
রাঙ্গামাটিপ্রিয় চাকমা
বান্দারবানমংসা প্রু চৌধুরী

প্রার্থীদের নাম ঘোষণার আগে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এবার তারা ব্যালট রেভল্যুশনে যাচ্ছেন। নির্বাচনের দিন অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে ভোটারদের অনুরোধ জানান তিনি।

একই সঙ্গে দলীয় প্রতীক শাপলা কলিতে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাওয়ার প্রচারণা চালাতে প্রার্থীদের নির্দেশনা দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ সময় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনীম জারা বলেন, মনোনয়ন ফরম দেশের সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন তারা। দেড় হাজারের বেশি মানুষ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এনসিপির প্রার্থী তালিকায় ব্যতিক্রম দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *