বুধবার, জুলাই ৩০

চলমান বিরোধ নিরসনে ভারতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী পাকিস্তান

|| আন্তর্জাতিক ডেস্ক ||

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ভারতের সঙ্গে কাশ্মীর সমস্যা এবং পানি নিরাপত্তাসহ দুই দেশের মধ্যে চলমান বিরোধ নিরসনে আলোচনায় আগ্রহী পাকিস্তান। গতকাল সোমবার (২৬ মে) ইরান সফরে এসে তিনি এ কথা বলেন। খবর সিনহুয়ার।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বর্তমানে বন্ধুত্বপূর্ণ চার দেশের সফরে ইরানে আছেন। ভারতের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনার সময় পাকিস্তানকে সমর্থন করার জন্য তিনি ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গতকাল সোমবার সফরের শুরুতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে রাজধানী তেহরানের সাদাবাদ প্রাসাদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভ্যর্থনা জানান। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে শাহবাজ বলেছেন, ‘আমাদের দুই ভ্রাতৃপ্রতিম এবং প্রতিবেশী দেশকে ব্যবসা, বিনিয়োগ, বাণিজ্য, এমনকি জীবনের প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে হবে। আর এ বিষয়ে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে সম্পূর্ণ ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে।’

শাহবাজ শরিফ বলেছেন, ‘আমাদের অসাধারণ সশস্ত্র বাহিনীর সাহসী পদক্ষেপের মাধ্যমে ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাত থেকে পাকিস্তান বিজয়ী হয়ে বেরিয়ে এসেছে।

তিনি বলেন, আমরা শান্তি চেয়েছিলাম, আমরা শান্তি চাই এবং আমরা আলোচনার মাধ্যমে এ অঞ্চলে শান্তির জন্য কাজ করব। কাশ্মীর সমস্যাসহ আমাদের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য আলোচনা চালিয়ে যাব। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাব অনুসারে, এমনকি ১৯৫৪ সালে ভারতীয় লোকসভার প্রস্তাব অনুসারে।

এদিকে শাহবাজ বলেছেন, আমরা ভারতের সঙ্গে শান্তির স্বার্থে পানি সংক্রান্ত বিষয়ের পাশাপাশি বাণিজ্য বাড়ানো এবং সন্ত্রাসবাদ দমনের জন্য আলোচনা করতে প্রস্তুত। এ ক্ষেত্রে তারা যদি আমাদের শান্তির প্রস্তাব গ্রহণ করে, তাহলে আমরা দেখাবো যে, আমরা সত্যিই শান্তি চাই। আর তারা আক্রমণাত্মক পথ বেছে নিলে আমরা আমাদের ভূখণ্ড রক্ষা করব।

এ ছাড়া গতকাল সোমবার রাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সাথে দেখা করেন। তবে এর আগে গত রবিবার (২৫ মে) তুরস্কে দুই দিনের সফরে শাহবাজ শরিফ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *