
|| নিউজ ডেস্ক ||
২০২৫ সালের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুহন তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা জানান।
নির্বাচন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নে জার্মানির সহায়তা কামনা করেন প্রধান উপদেষ্টা। এছাড়াও তিনি জার্মানির জনগণ ও তাদের অর্থনীতির প্রশংসা করে জার্মানির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক গভীর করতে আগ্রহ প্রকাশ করেন।
এসময় জারাহ ব্রুহন ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার শাসনামলে বাংলাদেশ সমৃদ্ধ হবে।
সাক্ষাৎকালে জারাহ ব্রুহন জানান, তিনি সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণ সম্পর্কে জানার জন্য বাংলাদেশ সফরে এসেছেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও প্রধান লামিয়া মোরশেদ।