রবিবার, জানুয়ারি ২৫

চন্দনগাঁতীতে মানবিক বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল তাফসীরুল কুরআন মাহফিল

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের উপজেলার চন্দনগাঁতী দক্ষিণপাড়ায় চন্দনগাঁতী মানবিক বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি), ১০ই মাঘ ১৪৩২ বাংলা তারিখে আয়োজিত এই মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে পুরো এলাকা ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখরিত হয়ে ওঠে।

মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলম হোসেন মিয়া।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মাদ আলী ভূঁইয়া।

এছাড়াও মোহন ভূঁইয়ার পক্ষে আকাশ ভূঁইয়া, আব্দুল মজিদ তালুকদার, মোনায়েম সরকার, মর্তুজ সরকার, আবু হানিফ মোল্লা, আবু সাহান আকন্দ, শাহ আলম ব্যাপাড়ী, আলাউদ্দিন সরকার, দুলাল ব্যাপাড়ীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুফতি মোহাম্মাদ নাজমুস সাকিব আল হুসাইনী। তিনি পবিত্র কুরআনের আলোকে সমাজ সংস্কার, নৈতিকতা, পারিবারিক বন্ধন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর তাৎপর্যপূর্ণ আলোচনা করেন।

বিশেষ বক্তা হিসেবে আরও বক্তব্য রাখেন মুফতি মাওলানা মোঃ ইউসুফ জ্বী খাঁন সাহেব ও হযরত মাওলানা মোঃ ইয়াসিন আরাফাত। বক্তারা ইসলামের মৌলিক শিক্ষা অনুসরণ করে সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার আহ্বান জানান।

মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সোহেল এবং চন্দনগাঁতী মানবিক বন্ধন ফাউন্ডেশন।

এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *