মঙ্গলবার, ডিসেম্বর ৩০

চন্দনগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন ও উৎসবমুখর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ফলাফলপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশনারা খাতুন। ফলাফল ঘোষণা শেষে কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের মাঝে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও আত্মবিশ্বাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড, আর মেয়েদের শিক্ষায় অগ্রগতি সমাজ ও দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চলতি শিক্ষাবর্ষে পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়েছে। অধিকাংশ শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি ছিল আনন্দঘন, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *