
চট্টগ্রামে তালিম ও তারবিয়াত ক্যাম্পে ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী ঐক্য আন্দোলন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত তা’লীম ও তারবিয়াত ক্যাম্পে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করা নামাজ রোজার মতই ফরজ ইবাদত। আর যেকোনো ফরজ ইবাদতই করতে হয় আল্লাহর বলা ও রাসুলুল্লাহ (সা:)-এর দেখানো পথ-পন্থা পদ্ধতি ও প্রক্রিয়াতেই। ইক্বামতে দ্বীনের এই ফরয ইবাদতও আল্লাহর বলা ও রাসূলুল্লাহ (সা:)-এর দেখানো পথ-পন্থা, পদ্ধতি ও প্রক্রিয়াতেই করতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার দাবিদার বিভিন্ন ইসলামী সংগঠন আজ মানুষের তৈরি প্রচলিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে। যদিও পৃথিবীর কোথাও আজও প্রচলিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। এর ভুরি ভুরি প্রমাণ থাকার পরেও তারা ব্যর্থ চেষ্টা করছেন।

নেতৃবৃন্দ আরো বলেন, প্রচলিত গণতান্ত্রিক ধারার বাইরে কিভাবে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা হতে পারে, তাঁর পথ-পন্থা, পদ্ধতি ও প্রক্রিয়া কুরআন-সুন্নাহর আলোকে বিস্তারিত লিখে গেছেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ ইসলামী ঐক্য আন্দোলনের প্রতিষ্ঠাতা মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ:)। মানুষের তৈরি প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতির বাইরেও যে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করা যায় তার জ্বলন্ত প্রমাণ ইসলামী ঐক্য আন্দোলন ইতিমধ্যেই দেশ ও জাতির সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছে।
কেন্দীয় নেতৃবৃন্দ বলেন, ইসলামী ঐক্য আন্দোলন ইক্বামতে দ্বীনের ব্যাপারে নবুওয়াতী ধারায় ইস্তেকামাত থেকে প্রচলিত জোট-ভোটের বাইরে একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা আজকের প্রোগ্রামের মাধ্যমে আশাবাদী যে, চট্টগ্রামে ইসলামী ঐক্য আন্দোলন অচিরেই মজবুত সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় চট্রগ্রাম শহরস্থ ইজহার টাওয়ারে ইসলামী ঐক্য আন্দোলন চট্টগ্রাম জেলা শাখার তা’লীম ও তারবিয়াত ক্যাম্পে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য একেএম মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান। আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জনাব এম এ গোফরান হাসান, জেলা সেক্রেটারী ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ নাসির উদ্দিন, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান সোহেল, অফিস সম্পাদ জনাব আব্দুল হক, জনাব মকসুদ রহমান, মাওলানা নজরুল ইসলাম, জনাব রাশেদ খান মিলন, সমাজকল্যাণ সম্পাদক ডাক্তার নুরুল ইসলাম মৃধা, হাফেজ মিজানুর রহমান প্রমূখ।
