
|| আব্দুল হামিদ সরকার ||
লিটু বাবলা জটলা বেঁধে উড়িয়ে দিয়েছে ঘুড়ি,
সুতার লাটাই হাতে নিয়ে প্রতিযোগিতার ঝুড়ি।
মৃদু মন্দ হাওয়ায় দোলে ঘুড়ি টলোমান,
লাটাই হাতে ছাড়ছে সুতা মারছে ভীষণ টান।
সর্পফনা তুলে ঘুড়ি দিবে আকাশ পাড়ি,
লিটু বাবলা ঘুড়ি চড়ে যাবে চাঁদের বাড়ি।
ছেলে বুড়োর ধুম লেগেছে ঘুড়ির ছড়াছড়ি,
লাটাইতে নাইরে সুতা এখন কি যে করি?
ঘুড়ির সনে গা মিশিয়ে উড়ছে চিল পাখি,
লিটু বাবলা মারবে চিল সুতোয় মারছে ঝাঁকি।
উড়োজাহাজের শব্দ পেয়ে জমছে কোলাহল,
ঘুড়ির সুতোয় বাঁধবে তারে যদি থাকতো বল।
কাঁচা মিঠে বাতাসে সুতা ভাড়ে দোলে,
নীল আকাশে শির উচিয়ে ঘুড়ি উড়ে চলে।
লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ৩০ জানুয়ারি, ২০২৫।