সোমবার, ডিসেম্বর ২৯

গোপালগঞ্জে এনসিপি’র জনসভায় হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||

গোপালগঞ্জে এনসিপির জনসভায় হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ শহর শাখা। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বাদ আসর সিরাজগঞ্জ শহরের দরগা পট্টি দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম। আরো উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, শহর আমির অধ্যাপক আব্দুল লতিফ, শিবিরের জেলা সভাপতি আলহাজ উদ্দিন, শহর সভাপতি শামীম রেজাসহ জামাত-শিবিরের জেলা ও শহরের নেতৃবৃন্দ।

জেলা আমির বলেন, একটি রাজনৈতিক দল আমাদেরকে প্রতিপক্ষ মনে করে উস্কানিমূলক স্লোগান দিয়ে পরিবেশ ঘোলা করার চেষ্টা করছে। তাদেরকে সতর্ক করে বলছি, আপনাদের কারণে আবারো যদি ফ্যাসিস্টের উত্থান ঘটে সেটার দায় দায়িত্ব জনগণ আপনাদের উপর চাপাবে। মিছিলে অংশগ্রহণকারী সবাইকে আগামী ১৯ তারিখ ঢাকার জাতীয় সমাবেশে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে সমাপ্ত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *