বুধবার, ডিসেম্বর ৩১

গিনির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী অভ্যুত্থানকারী নেতা মামাদি দুম্বুয়া

|| আন্তর্জাতিক ডেস্ক ||

​পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জেনারেল মামাদি দুম্বুয়া। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দেশটির সাধারণ নির্বাচন অধিদপ্তর (ডিজিই) নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, দুম্বুয়া ৮৬.৭২ শতাংশ ভোট পেয়ে পরবর্তী সাত বছরের জন্য দেশটির রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছেন।

​গত ২৮ ডিসেম্বর গিনিতে এই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২১ সালে এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট আলফা কন্ডেকে ক্ষমতাচ্যুত করার পর এটিই ছিল দেশটিতে প্রথম প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে দুম্বুয়ার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক ফ্রন্ট অব গিনির ইয়েরো বালদে উল্লেখযোগ্য কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেননি। মোট নয়জন প্রার্থীর মধ্যে দুম্বুয়ার একচেটিয়া আধিপত্য লক্ষ্য করা গেছে।

​তবে এই নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, প্রধান বিরোধী নেতাদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হয়েছে এবং অনেককে নির্বাসনে পাঠানো হয়েছে। এমনকি জান্তা সরকারের অধীনে নতুন সংবিধান তৈরি করে সামরিক নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার পথ সুগম করা হয়েছিল, যা আগে নিষিদ্ধ ছিল। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, প্রায় ৮০.৯৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

​মামাদি দুম্বুয়া তার নির্বাচনী প্রচারণায় গত চার বছরে সম্পন্ন হওয়া বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ও খনিজ সম্পদের সুষম বণ্টনের অঙ্গীকারকে প্রধান্য দিয়েছিলেন। আগামী আট দিনের মধ্যে দেশটির সুপ্রিম কোর্ট এই ফলাফল যাচাই-বাছাই করে চূড়ান্ত ঘোষণা প্রদান করবে। এর মাধ্যমেই গিনিতে চার বছরের সামরিক শাসনের পর আনুষ্ঠানিকভাবে বেসামরিক শাসন ব্যবস্থা ফেরার প্রক্রিয়া শুরু হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *