রবিবার, আগস্ট ২৪

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিবেদক ||

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েদুল ইসলাম হোসনার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সিনিয়র সাংবাদিক এইচএম মুছা আলী, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মুজাহিদ বাবু, রকিবুল হাসান বিদ্রোহী, মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হাসান, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম রুপন ও পৌর ছাত্রদলের সদস্য সচিব আহমেদ সায়েম প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক কণ্ঠস্বর। তার হত্যাকাণ্ড শুধু সাংবাদিক সমাজ নয়, গোটা জাতির জন্য গভীর শোক ও ক্ষোভের বিষয়। তারা অভিযোগ করেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যার ঘটনা ঘটলেও এর সঠিক বিচার হয় না, ফলে গণমাধ্যম আজ চরম হুমকির মুখে। বক্তারা তুহিন হত্যার দ্রুত বিচার ও সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে স্থানীয় সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *