
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা বিশ্ববিদ্যালয়ের আওতায় গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার হস্তান্তরের দাবির প্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গঠিত কমিটি আগামী ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) খুলনা আসছে।
২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) জারি করা এক অফিসিয়াল চিঠিতে জানানো হয়, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন)-এর নেতৃত্বে কমিটির সদস্যরা সকাল সাড়ে ১০টায় খুলনা পৌঁছাবেন। দিনব্যাপী তারা গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার ও খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কাজ সম্পন্ন করবেন।
জানা গেছে, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন এবং ফিল্ড ল্যাব হিসেবে ব্যবহারের সুবিধার্থে খামারটি খুলনা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে হস্তান্তরের দাবি জানানো হয়। গত ২০ আগস্ট মন্ত্রণালয়ে উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিমসহ উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বিষয়টি তুলে ধরেন। তারা আরও জানান, খামারের নিরাপত্তা দুর্বল হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
সভায় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা খামার স্থাপনের প্রেক্ষাপট ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। আলোচনার একপর্যায়ে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিবের প্রস্তাবে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়। এ কমিটির আহ্বায়ক করা হয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন)কে এবং সদস্যসচিব করা হয় যুগ্মসচিব (মৎস্য-১ শাখা)কে।
এ কমিটিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ও তিনজন শিক্ষার্থীও রয়েছেন। আগামী ৩০ দিনের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে ১৪ সেপ্টেম্বর সফরের তারিখ নির্ধারণ হলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছিল।