
|| নিজস্ব প্রতিবেদক ||
গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, ডাকসুর সাবেক ভিপি- জননেতা নুরুল হক নূরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পিপলস পার্টি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান এবং মহাসচিব মোঃ নুরুল হুদা। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা এই শুভেচ্ছা জানান।
বাংলাদেশ পিপলস পার্টি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান বলেন, গণঅধিকার পরিষদ স্বল্প সময়ের মধ্যে সারা দেশব্যাপী সাংগঠনিকভাবে সু সংগঠিত হয়েছে ভিপি নূরের নেতৃত্বে। পিপলস পার্টির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র, ন্যায় ও আইনের শাসন প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখবে গণঅধিকার পরিষদ। নেতৃবৃন্দ গণঅধিকার পরিষদের রাজনৈতিক সফলতা এবং গণঅধিকার পরিষদের সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
