ভোলা জেলার লালমোহনের গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল ও ইসলামী ঐক্য আন্দোলন কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারী বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা মো. রফিকুল ইসলাম খান স্বস্ত্রীক পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে যাত্রা করেছেন। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় আল বারাকা ট্যুর এন্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী অধ্যাপক মাওলানা কামাল উদ্দিনের কাফেলায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পবিত্র মক্কা-মদীনার দিকে যাত্রা করেন।
যাত্রার প্রাক্কালে তিনি তার আত্মীয়-স্বজনসহ শুভানুধ্যায়ীদের নিকট দোয়া কামনা করেছেন, যাতে পবিত্র মক্কা-মদীনার সফর সহজ হয় এবং বায়তুল্লাহ ও রাসূলের (সা.) রওজা মোবারক জিয়ারত-সহ পবিত্র ওমরাহর সকল আহকাম সুন্দরভাবে সুস্থতার সাথে সম্পন্ন করতে পারেন।
সকালে তার বড় ছেলে মাওলানা মো. জুবায়ের ইসলাম খান সহ পরিবারবর্গ তাদেরকে বিমানবন্দরে বিদায় জানান।