
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা জেলার ফুলতলা থানাধীন দামোদর কারিকরপাড়া বাইতুর রহমত জামে মসজিদের বারান্দা থেকে একটি দেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।
ফুলতলা থানা পুলিশ জানায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর প্রায় ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে স্থানীয় সাক্ষীদের সহায়তায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে জব্দ করা হয় দুপুর ১২টা ৪০ মিনিটে।
মসজিদের ভেতরে কে বা কারা অস্ত্রটি রেখে গেছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ফুলতলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।