বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫

খুলনার পূর্ব রূপসায় গুলিতে যুবক নিহত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তদের গুলিতে সাগর শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপসা সেতুর পূর্ব পাশে জাপুসা এলাকার চৌরাস্তার কাছে সিএনজি স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সাগর শেখ গ্রীন বাংলা আবাসিক এলাকার বাসিন্দা। তিনি গ্রীন বাংলা আবাসিকের পেছনে বসবাসকারী ফয়েক শেখের ছেলে। পেশায় তিনি একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে সাগর শেখ বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক তার গতিরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়। একটি গুলি তার মাথায় এবং আরেকটি হাঁটুতে লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপসা থানার এএসআই গৌতম জানান, গোলাগুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান রাত ১০টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে ঘটনার বিস্তারিত জানান। পরে ৯৯৯ থেকে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।

রূপসা থানার এসআই সৌরভ দাশ বলেন, ‘রাতে জাবুসা এলাকায় ডিউটি করছিলাম। থানা থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানার চেষ্টা করি। পরে জানতে পারি, তারা এখানে জায়গা কিনে নতুন বাড়ি করেছেন।’ তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কিছু জানাতে পারেননি তিনি।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক মীর বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে আশপাশের এলাকায় অভিযান চালানো হচ্ছে। বিষয়টি গূরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *