রবিবার, অক্টোবর ১২

খুলনার ঈদ মেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

|| জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত পলাশ (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ সোমবার (৭ এপ্রিল) সকাল আটটায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নিহত পলাশ মহানগরীর দোলখোলার মতলবের মোড়ের মো. আব্দুল হামিদ খানের ছেলে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্বৃত্তরা পলাশকে পূর্ব শত্রুতার জেরে প্রেমঘটিত ব্যক্তিগত আক্রোশে ছুরিকাঘাতে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। ছুরির আঘাতে তার নাড়িভুড়ি বের হয়ে যায়। আজ সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, রবিবার (৬ এপ্রিল) রাত ১০টার দিকে খুলনা মহানগরী জাতিসংঘ পার্কে আয়োজিত ঈদ মেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তার পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *