
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনায় হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে মাত্র ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
এর আগে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে নগরীর রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত ড্যাপস্ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলা থেকে নবজাতকটিকে চুরি করা হয়।
নবজাতকের মা ফারজানা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ঘুমিয়ে পড়েন। তখন শিশুটি তার নানির পাশে শুয়ে ছিল। দুপুরে ঘুম থেকে উঠে সন্তানকে না পেয়ে চিৎকার শুরু করলে খোঁজাখুঁজি শুরু হয়। এ ঘটনায় স্বজনরা কান্নাকাটি করতে থাকেন।
চারদিন আগে মোংলার সুজন-ফারজানা দম্পতির ঘরে জন্ম নেয় নবজাতকটি। ঘটনার পর সিসি টিভি ফুটেজে দেখা যায়, এক নারী শিশুটিকে ঢেকে দ্বিতীয় তলা দিয়ে বেরিয়ে যাচ্ছেন। পরে পুলিশ তাকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করলে শিশুটির অবস্থান নিশ্চিত হয়।
শিশুটিকে ফিরে পেয়ে আনন্দিত বাবা সুজন বলেন, “মিডিয়া, প্রশাসন আর চিকিৎসকদের সহযোগিতায় আমরা আমাদের সন্তানকে ফিরে পেয়েছি। খুব আনন্দ লাগছে।”
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (খুলনা জোন) শিহাব করিম বলেন, “সংবাদ পাওয়ার পর প্রথমেই সিসি টিভি ফুটেজ চেক করি। ফুটেজ দেখে এক নারীর প্রতি সন্দেহ হয়। পরে তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে তাকে শনাক্ত করি এবং তিনজনকে হেফাজতে আনা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী রূপসার ট্রাফিক মোড়ের পাশ থেকে নবজাতকটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।”
চুরির কারণ প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা শিহাব করিম জানান, ওই নারীও একই হাসপাতালে ভর্তি ছিলেন এবং এর আগে তার ৫টি কন্যা সন্তান রয়েছে। ধারণা করা হচ্ছে ছেলে সন্তানের জন্যই তিনি নবজাতকটিকে চুরি করেছিলেন। বর্তমানে তাকে ও তার সহযোগীদের হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।