
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
মাঝপথে বন্ধ হয়ে যাওয়া খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও গাফিলতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে দুদকের খুলনা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি আধা-সমাপ্ত অবস্থায় পড়ে থাকায় জনসাধারণের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
দুদক সূত্র জানায়, প্রকল্পটি নির্ধারিত সময়ে শেষ না করে ঠিকাদারি প্রতিষ্ঠান অর্থ আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া যেটুকু কাজ সম্পন্ন হয়েছে তাতেও নিম্নমান বজায় রাখা হয়েছে কি-না তা যাচাই করা হচ্ছে।
এর আগে দুদকের এনফোর্সমেন্ট টিম কেডিএ কার্যালয়ে গিয়ে প্রকল্প-সংশ্লিষ্ট নথি, ঠিকাদারদের বিল পরিশোধের রশিদসহ বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করে। পরে বিশেষজ্ঞ দলের সদস্যরা সড়কের কাজ সরেজমিনে পরিদর্শন করে নির্মাণকাজের মান, অগ্রগতি এবং ব্যবহৃত উপকরণের গুণগত মান যাচাই করেন।