
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা মহানগরীর ট্যাংক রোডের নিজ বাসায় প্রবাসী নারী শিউলী বেগমকে হত্যার ঘটনায় তার ছেলে রিয়াদ খানকে (১৯) গ্রেপ্তার করেছে ব্যাব। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ফেনীর সদর থানার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় রিয়াদের কাছ থেকে নগদ দুই লাখ টাকা, মোবাইল ফোন এবং এয়ারপড জব্দ করা হয়েছে।
ব্যাব-৬ থেকে রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এজাহার বিশ্লেষণে জানা গেছে, রিয়াদ খান এবং নিহত শিউলী বেগমের মধ্যে মা-ছেলের সম্পর্ক ছিল। শিউলী বেগম সৌদি আরব প্রবাসী ছিলেন এবং গত ২৭ অক্টোবর দুই মাসের ছুটিতে দেশে আসেন।
ব্যাব জানায়, গত ১৩ ডিসেম্বর অজ্ঞাত কারণে রিয়াদ খান তার মা শিউলী বেগমকে হত্যা করে আত্মগোপনে যান। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. রায়হান গাজী খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে ব্যাব-৬ ও ব্যাব-৭ যৌথ অভিযানে ফেনীর সদর থানার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে খুলনা সদর থানার শিউলী হত্যা মামলার একমাত্র আসামি রিয়াদ খানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিয়াদ খান ডুমুরিয়ার গজেন্দ্রপুর এলাকার মো. সালাউদ্দিন খানের ছেলে। তার কাছ থেকে ২ লাখ ৫ হাজার ৮৪০ টাকা, দুটি আইফোন, একটি স্মার্টফোন এবং একটি এয়ারপড জব্দ করা হয়েছে। রিয়াদকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
