বুধবার, ডিসেম্বর ৩

খুলনায় মশক নিধন কর্মসূচির সফল বাস্তবায়নে শ্রমিকদের নিয়ে কেসিসির নির্দেশনা সভা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা মহানগরীতে মশক নিধনে বিশেষ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নিয়োজিত শ্রমিকদের জরুরি নির্দেশনা প্রদানের জন্য এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান।

সভায় জানানো হয়, শীত মৌসুম শুরুর আগে মশার প্রজনন বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। এ পরিস্থিতি মোকাবিলায় কেসিসির কঞ্জারভেন্সি বিভাগ বিশেষ মশক নিধন কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির আওতায় প্রতিটি ওয়ার্ডে হ্যান্ড স্প্রে ও ফগার মেশিন দিয়ে নিয়মিত মশা নিধনের নির্দেশনা দেওয়া হয়। সকালে চার ঘণ্টা হ্যান্ড স্প্রে এবং বিকেলে চার ঘণ্টা ফগার মেশিনের মাধ্যমে উড়ন্ত মশা নিধনে নির্ধারিত ওষুধ স্প্রে করা হবে। একই সঙ্গে পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত শ্রমিকদের আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট সব সড়ক ও ড্রেন পরিস্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় কেসিসির পাশাপাশি নগরবাসীকেও বাড়ির আঙিনা, বদ্ধ জলাশয় ও জমে থাকা পানি পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান ও মো. অহিদুজ্জামান খান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদসহ সহকারী কঞ্জারভেন্সি কর্মকর্তা, ওয়ার্ড সুপারভাইজার, স্প্রেম্যান ও পরিচ্ছন্নতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *