মঙ্গলবার, ডিসেম্বর ৩০

খুলনায় বিদেশি পিস্তল-ইয়াবাসহ দুই চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা নগরীর দৌলতপুরের পাবলা খানপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, সাত বোতল ফেন্সিডিল ও ৩৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— দৌলতপুরের পাবলা খানপাড়ার মৃত নূর ইসলাম গাজীর ছেলে রহমান গাজী (২৬) এবং দেয়ানা মোল্লাপাড়ার মো. আব্দুস সাত্তারের ছেলে আবুল কালাম আজাদ (২৭)।

মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. তৈমুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে দৌলতপুর থানাধীন পাবলা খানপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কুখ্যাত সন্ত্রাসী রহমান গাজী ও আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, “অভিযানকালে তাদের হেফাজত থেকে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, সাত বোতল ফেন্সিডিল এবং ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।”

ডিবি পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। প্রাথমিকভাবে থানার রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা গেছে, রহমান গাজীর বিরুদ্ধে একটি ও আবুল কালাম আজাদের বিরুদ্ধেও একটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আরও মামলা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *