মঙ্গলবার, ডিসেম্বর ২৩

খুলনায় প্রকাশ্যে গুলি করে বাজার কমিটির সম্পাদককে হত্যা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন সালুয়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে বাজার কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত প্রায় ৯টার দিকে তিনি বাজারের একটি চায়ের দোকানে বসে থাকার সময় সন্ত্রাসীরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, দুটি মোটরসাইকেলে করে আসা চারজন সন্ত্রাসী মিলনকে লক্ষ্য করে পরপর গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস নামে এক পশু চিকিৎসকও গুলিবিদ্ধ হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।

নিহত এমদাদুল হক মিলন সালুয়া বাজার এলাকার মোঃ বজলুর রহমানের ছেলে। তিনি শলুয়া বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে র‍্যাব-৬ ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *