
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা নগরীর খালিশপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে গোয়ালখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো—নয়াবাটি টুটুলের মোড় এলাকার পলাশ বেপারীর মেয়ে আমেনা খাতুন (৮) এবং একই এলাকার আজিজুলের মেয়ে মোমিতা খাতুন (৮)।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের বালির পুকুরে গোসল করতে যায় তারা। আধাঘণ্টা পর স্থানীয়রা পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন। কিছুক্ষণ পর আরও একটি মরদেহ ভেসে ওঠে। পরে দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য, শিশু দুজনের কেউই সাঁতার জানত না।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী এ প্রতিবেদককে জানান, দুজনেই স্থানীয় নয়াবাটি জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
