
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে নগরীর রয়েল মোড় এলাকায় জেলা শাখার আয়োজনে র্যালি, সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে রয়েল মোড় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাত রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সড়কে চলাচলের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক লিফলেট চালক ও পথচারীদের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা খুলনা জেলা শাখার সভাপতি মো. তরিকুল ইসলাম। সাধারণ সম্পাদক শিরিনা পারভিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন— সহ-সভাপতি এমডি জনি, আব্দুর রহমান, আইন সম্পাদক ওমর ফারুক কচি, প্রচার সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, দপ্তর সম্পাদক রামিম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ইরিন সুলতানা, রিপন মোল্লা, ডুমুরিয়া উপজেলা কমিটির সভাপতি খান মহিদুল ইসলাম, এসএম হাবিবুর রহমান হাসিব, রহিম বাদশা, রাকিব ফারাজি, সহ-সভাপতি মো. শাহজাহানসহ সংগঠনের আরও সদস্যরা।
সভাপতির বক্তব্যে মো. তরিকুল ইসলাম বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে আগে সবাইকে সচেতন হতে হবে। পথচারী ও চালকদের অবশ্যই সড়কের আইন মেনে চলতে হবে। পাশাপাশি যানবাহন চালকদের প্রশিক্ষিত হওয়া, গাড়ির বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখা বাধ্যতামূলক।”
এ সময় সাধারণ সম্পাদক শিরিনা পারভিন সড়ক নিরাপত্তায় করণীয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
