বুধবার, নভেম্বর ২৬

খুলনায় নজরুল ইসলাম মঞ্জু- ধানের শীষ জনগণের প্রতীক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা-২ আসনে (সদর) বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বাংলাদেশ গণতন্ত্রে উত্তরণের পথে এগোচ্ছে এবং বিএনপির নেতাকর্মীরা আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। তিনি বলেন, “ধানের শীষ শুধু নির্বাচন প্রতীক নয়—এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতীক। ধানের শীষ আপামর মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।”
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর শেরে বাংলা রোডের কিডস্ ক্যাম্পাস কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষক-অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। প্রধান অতিথি হিসেবে তিনি শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস পার্টিতে কেক কাটেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল বাসার এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর শমসের আলী মিন্টু।

এরপর তিনি রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়, রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঢাকা ম্যাচ ফ্যাক্টরি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। একই দিনে তিনি খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের মহাপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন।

সন্ধ্যায় তিনি কেডিএ এভিনিউর পপুলার ডায়াগনস্টিক সেন্টার, সিটি ইমেজিং সেন্টার এবং মিউচুয়াল ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ও কর্মচারী ইউনিয়নের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় সংগঠনের নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার সম্ভাব্য নির্বাচনের সময় ঘোষণা করেছে। নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে। ধানের শীষের বিজয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
দিনব্যাপী এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *