
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জুম্মান (১৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে।
আহত জুম্মান সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন আদর্শ পল্লীর বাসিন্দা সুমনের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, “রাত ৮টার কিছু আগে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে খুলনা মেডিকেল কলেজের সামনে ওষুধ কিনতে গেলে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে জুম্মানের ডান পায়ের ঊরুতে গুরুতর জখম হয়।”
তিনি আরও জানান, “ঘটনার পর স্থানীয়রা আহত জুম্মানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে স্থানীয় একটি সূত্র দাবি করেছে, আহত জুম্মান ও তার বাবা সুমন সোনাডাঙ্গা এলাকার পেশাদার মাদক কারবারি। মাদক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে সূত্রটির ধারণা।
