বৃহস্পতিবার, অক্টোবর ৯

খুলনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল বাস্তবায়নে সমন্বয় সভা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত রাখতে আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। এ কর্মসূচি খুলনা সিটি কর্পোরেশন এলাকায় সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার। তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। টাইফয়েড টিকাদান বিষয়ে তৃণমূল পর্যায়ের মানুষকে অবহিত করতে হবে এবং সরকারের এ উদ্যোগ শতভাগ সফল করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সভায় জানানো হয়, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। সিটি কর্পোরেশন এলাকায় প্রথম ধাপে ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং দ্বিতীয় ধাপে ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটিতে ও স্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হবে। নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ টিকা দেওয়া হবে। এ টিকা গ্রহণে জন্মনিবন্ধনের ১৭-সংখ্যার তথ্য দিয়ে www.vaxepi.gov.bd
ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। উল্লেখ্য, টাইফয়েড টিকা হালাল সনদপ্রাপ্ত।

সভায় বক্তব্য দেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, কেএমপির উপপুলিশ কমিশনার আব্দুল্লাহ-আল-মাসুম, কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ক্যাম্পেইনের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. নাজমুর রহমান সজিব।

সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুলশিক্ষক ও কমিটির সদস্যরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *