রবিবার, ডিসেম্বর ৭

খুলনায় একযোগে আট থানার ওসি বদলি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) আট থানার ওসি পদে বড় রদবদল করা হয়েছে। কেএমপি সূত্র জানায়, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এসব বদলি ও পদায়ন করা হয়েছে, যার মাধ্যমে মাঠপর্যায়ের পুলিশি কর্মকাণ্ড আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

শনিবার (৬ ডিসেম্বর) কেএমপি সদর দপ্তর থেকে কমিশনার মো. জুলফিকার আলী হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপন জারির পর নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা দ্রুতই নিজ নিজ কর্মস্থলে যোগদানের প্রস্তুতি নিচ্ছেন বলে মিডিয়া সেল নিশ্চিত করেছে।

রদবদল নির্দেশনা অনুযায়ী—

খালিশপুর থানার ওসি মীর আতাহার আলীকে বদলি করে মহানগর গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা করা হয়েছে।

সদর থানার ওসি শফিকুল ইসলামকে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে পাঠানো হয়েছে।

সোনাডাঙ্গা থানার ওসি কবির হোসেন পাচ্ছেন সদর থানার ওসির দায়িত্ব।

হরিণটানা থানার ওসি তৌহিদুজ্জামানকে নিয়ে যাওয়া হচ্ছে খালিশপুর থানায়।

এছাড়া—

লবনচরা থানার ওসি সানওয়ার হোসাইন মাসুম হচ্ছেন খান জাহান আলী থানার ওসি।

দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলামকে দেওয়া হয়েছে সোনাডাঙ্গা থানার ওসির দায়িত্ব।

আড়ংঘাটা থানার ওসি খায়রুল বাশার যাচ্ছেন হরিণটানা থানায়।

খান জাহান আলী থানার ওসি তুহিনুজ্জামানকে বদলি করে পাঠানো হয়েছে লবনচরা থানায়।

আর গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা শাহজাহান আহমেদকে পদায়ন করা হয়েছে আড়ংঘাটা থানার ওসি হিসেবে।

প্রশাসনিক সমন্বয় এবং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে এ রদবদল কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে কেএমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *