বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫

খুলনায় আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টে ৯ নং ওয়ার্ডের দাপুটে জয়

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত যুববিভাগের আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনালে খালিশপুর থানা–৯ নং ওয়ার্ড দল ৯ উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
ফাইনালে টসে জিতে খালিশপুর দল প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

দৌলতপুর থানা–১ নং ওয়ার্ড দল ব্যাট করতে নেমে ১২ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে। দলের কয়েকজন ব্যাটসম্যান ভালো শুরুর পর বড় ইনিংস গড়তে ব্যর্থ হন। শুক্রবার (১২ ডিসেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্ত:ওয়ার্ড ক্রিকেট টুর্ণামেন্টের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

লক্ষ্য তাড়া করতে নেমে খালিশপুর দলের ব্যাটসম্যানরা দারুণ আক্রমণাত্মক ব্যাটিং প্রদর্শন করে। মাত্র এক উইকেট হারিয়ে ৯৮ রান করে সহজেই জয় নিশ্চিত করে তারা। ব্যাট হাতে অলরাউন্ড প্রদর্শনের জন্য নাহিদকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।

চ্যাম্পিয়ন: খালিশপুর ৯ নং ওয়ার্ড, পুরস্কার: নগদ ১৫,০০০ টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি। রানার-আপ: দৌলতপুর ১ নং ওয়ার্ড, পুরস্কার: নগদ ১০,০০০ টাকা ও রানার-আপ ট্রফি। এছাড়া দুই দলের সকল খেলোয়াড়কে মেডেল প্রদান করা হয়।

খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে খুলনার বিভিন্ন ওয়ার্ড থেকে ৫৪টি দল অংশ নেয়।

ফাইনাল অনুষ্ঠান পরিচালনা করেন মহানগরী যুববিভাগের সেক্রেটারি হামিদুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাহফুজুর রহমানসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

অতিথিরা খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *