
|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী শ্যামকিশোর স্কুল সংলগ্ন দিশারী কোচিং সেন্টারে শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাসিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পাশাপাশি প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিশারী কোচিং সেন্টারের পরিচালক আল-আমিন হোসেন। প্রধান অতিথি ছিলেন দিশারী ল্যাবরেটরি স্কুলের পরিচালক সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শাকিব হাসান, ইমরান ও রুকু খাতুন। এছাড়া অভিভাবকবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও পড়াশোনার প্রতি আগ্রহ জাগিয়ে তুলতে এ ধরনের পুরস্কার বিতরণী অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফলই অর্জন করবে না, বরং ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবেও গড়ে উঠতে পারবে।
প্রধান অতিথি সাইদুল ইসলাম বলেন, “নিয়মিত অধ্যবসায় ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমেই শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারে। এ ধরনের আয়োজন তাদের আরও অনুপ্রাণিত করবে।”
সভাপতির বক্তব্যে আল-আমিন হোসেন বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং প্রতিষ্ঠানের সঠিক দিকনির্দেশনা অপরিহার্য। সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব।”
অনুষ্ঠান শেষে অভিভাবক ও শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে মতবিনিময় করেন। তারা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলে এবং পরিবার, শিক্ষক ও প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করে।