বুধবার, ডিসেম্বর ৩১

খুলনা-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আউয়ালের মনোনয়ন অনুমোদন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা-৩ সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে নগরীর নূরনগরে অবস্থিত খুলনা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

মনোনয়ন যাচাই শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন, দেশের পূর্ববর্তী নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হলেও এবারের নির্বাচন ভিন্ন বাস্তবতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলীয় সরকারের বাইরে থেকে নির্বাচন আয়োজনের ফলে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ভোট হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বলেন, নির্বাচনী পরিবেশে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন—এটাই জনগণের প্রত্যাশা।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে খুলনা-৩ আসনের মানুষের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিবিড়ভাবে সম্পৃক্ত। এলাকার মানুষের কল্যাণ, জান-মাল রক্ষা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দলটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সচেতন ভোটাররা এসব বিষয় বিবেচনায় নিয়ে হাতপাখা প্রতীকে ভোট দেবেন বলে তিনি বিশ্বাস করেন। গণসংযোগে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ হাসান ওবায়দুল করীম, সমন্বয়কারী এস এম আবু গালিব, অর্থ সমন্বয়কারী বি এম তরিকুল ইসলাম, প্রচার ও মিডিয়া সমন্বয়কারী এস এম শাহরিয়ার তাজ এবং গণসংযোগ সমন্বয়কারী নাজিম হাওলাদার নাঈমসহ দলের নেতৃবৃন্দ।

এর আগে গত ১৮ ডিসেম্বর খুলনা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় থেকে হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। পরে রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে তিনি নিজে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *