
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের মহাপরিকল্পনা বাস্তবায়ন দ্রুততর করতে মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। উপাচার্য অধ্যাপক ডা. মোঃ রুহুল আমিন স্বাগত বক্তব্যে প্রকল্পের সার্বিক গুরুত্ব তুলে ধরে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় সব দিকেই সহযোগিতা অপরিহার্য।
সভায় রেজিস্ট্রার প্রকল্পের বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পরিকল্পনা, অবকাঠামো নকশা ও অগ্রগতির চিত্র তুলে ধরার পর উপস্থিতদের জন্য প্রকল্পের ভিজ্যুয়াল কনসেপ্ট ভিডিও প্রদর্শন করা হয়। কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয় আইন, ডিপিপি ও নীতিমালার সারসংক্ষেপ তুলে ধরে প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে সবাইকে অবহিত করেন।
মতবিনিময়ে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনরা অভিযোগ করেন যে, অন্য মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তুলনায় খুলনার জন্য বরাদ্দকৃত জমি যথেষ্ট নয়। তারা প্রকল্পের বাজেট বৃদ্ধি এবং অতিরিক্ত ভূমি অধিগ্রহণের দাবি জানান। বক্তারা জানান, প্রস্তাবিত এলাকার ভেতরে অনাকাঙ্ক্ষিতভাবে স্থাপনা নির্মাণ শুরু হওয়ায় প্রকল্পের অগ্রগতি ব্যাহত হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করা হয়।
অংশীজনদের মত, ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন এবং মৌলিক অবকাঠামো নির্মাণ এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তাই সব প্রক্রিয়া দ্রুত, স্বচ্ছ ও সময়োপযোগীভাবে সম্পন্ন করতে হবে। উপস্থিত নেতৃবৃন্দ আশ্বাস দেন, নতুন সরকার দায়িত্ব নিলে প্রকল্প বাস্তবায়ন আরও ত্বরান্বিত হবে।
সভায় অংশগ্রহণকারীরা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্বাস্থ্যসেবা, চিকিৎসাশিক্ষা ও গবেষণা খাতে বিপুল পরিবর্তন আসবে এবং উপকৃত হবে প্রায় দুই কোটি মানুষ। পরিশেষে সবাই সম্মিলিত উদ্যোগ জোরদার করে বিশ্ববিদ্যালয় প্রকল্পটি এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন ডিনবৃন্দ, অধিভুক্ত মেডিকেল ও নার্সিং কলেজের চেয়ারম্যান, চিকিৎসক, সরকারি সংস্থার প্রতিনিধি, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, নাগরিক সমাজ ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
