
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনার শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘খুলনা গেজেট’ এবার দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হতে যাচ্ছে। চলতি মাসের মধ্যেই ছাপা আকারে বের হবে পত্রিকাটি।
শুরু থেকেই খুলনা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে পাঠকের আস্থা অর্জন করেছে খুলনা গেজেট। এবার অনলাইনভিত্তিক সংবাদ প্রচারের পাশাপাশি দৈনিক হিসেবে প্রকাশিত হয়ে আরও বিস্তৃতভাবে পাঠকের দোরগোড়ায় পৌঁছাতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
একই সঙ্গে পরিবর্তন এসেছে কার্যালয়ের ঠিকানায়। আগে বার্তা বিভাগ পরিচালিত হতো পারিজাত ভবন (দোতলা), ৬ কেডিএ এভিনিউ, খুলনা–৯১০০ থেকে। এখন থেকে সম্পাদনা ও প্রকাশনা কার্যক্রম পরিচালিত হবে নতুন ঠিকানা আনসারী কমপ্লেক্স, ১৬০ শের–ই–বাংলা সড়ক, খুলনা–৯১০০ থেকে।
খুলনা গেজেটের প্রধান দায়িত্বে থাকা প্রথিতযশা সাংবাদিক গাজী আলাউদ্দিন আহমেদ জানান,
“শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল পাঠকদের সবার আগে সঠিক খবর পৌঁছে দেওয়া। সেই অঙ্গীকার নিয়েই এবার আমরা দৈনিক পত্রিকা হিসেবে যাত্রা শুরু করছি। আশা করি পাঠকের ভালোবাসা ও আস্থায় খুলনা গেজেট নতুন অধ্যায়ে সফলভাবে এগিয়ে যাবে।”
‘সবার আগে সঠিক খবর’—এই শ্লোগান নিয়ে নতুন ধারার সাংবাদিকতার মাধ্যমে খুলনা গেজেট দেশের গণমাধ্যম অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে।