মানবতার শান্তি, উন্নতি ও মুক্তির সনদ ঐশীগ্রন্থ আল-কুরআন একটি পরিপূর্ণ জীবন বিধান। এর প্রতিটি শব্দের পরতে পরতে মানব কল্যাণের কথা নিহিত রয়েছে। এই কুরআনের প্রতিটি বাক্য ও শব্দ গভীর তাৎপর্যপূর্ণ। তাই যুগ যুগ ধরে এর গভীর মর্মার্থ উদ্ধারে মুসলিম মনীষীরা সাধনা করছে।
কুরআন ইসলামের ধর্মীয় বিশ্বাসের মূল উৎস, ধর্মের রুহ ও মানব আত্মার সঞ্জীবনী। তাই প্রত্যেকের জন্য কুরআন বোঝা, কুরআনের মর্ম অনুধাবন করা এবং যে লক্ষ সামনে রেখে মানবজাতিকে কুরআন দান করা হয়েছে তা সর্বক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টায় সচেষ্ট থাকা ।
পবিত্র কুরআনুল কারিম আমরা সবাই কম-বেশি তিলাওয়াত করি, অনুবাদ ও তাফসির পড়ি, কিন্তু কুরআনের সঙ্গে আমাদের বন্ধনটা কেমন যেন প্রাণহীনই থেকে যায়।
৩০ পারা কুরআন আমাদের কাছে অধরা রহস্য মনে হয়। কুরআনের নুকুশ তথা বাহ্যিক শব্দগুলোর অর্থ ও ব্যাখ্যা-বিশ্লেষণ আমরা জানলেও কুরআনের মর্মার্থ আমরা বুঝতে সক্ষম হই না। কুরআনুল কারিম যে আসলে কতটা বৈচিত্রময় তাও আমরা যথাযথভাবে উপলব্ধি করতে পারি না।
কিন্তু কেন?
কারণ কুরআন অধ্যয়নের মূলনীতিগুলো আমাদের জানা নেই। তাদাব্বুরে কুরআন তথা কুরআন নিয়ে চিন্তা-ফিকির ও গবেষণা করার সঠিক পথ ও পন্থা এবং মূলনীতিগুলো আমাদের অজানা। কীভাবে কুরআন অধ্যয়ন করলে কুরআনুল কারিম আমরা সহজে বুঝতে পারবো তাও আমরা জানি না।এক কথায় প্রিন্সিপলস অব কুরআন জানা নাই।
আপনাকে কুরআন বুঝার ও কুরআন নিয়ে গবেষণা করার সংশ্লিষ্ট যতগুলো মূলনীতি আছে সবগুলো সম্পর্কে এবং কুরআনের মর্মার্থ বুঝতে যা যা প্রয়োজন, সবগুলো বিষয়ের সঙ্গে একটি সহজ-সরল সেতুবন্ধন তৈরি করে দিবে আমাদের দুইদিনের কোর্সে। কুরআনের উপর গবেষণা ও বিশ্লেষণ চালিয়ে কুরআন অধ্যয়নের মূলনীতি ও কুরআন বোঝা তথা তাদাব্বুর ফিল কুরআনের জন্য যেসকল বিষয় প্রয়োজন, আমরা সে বিষয়গুলোকে সবস্তিরে উল্লেখ করবো।
আপনি নিজ ভাষায় অনুবাদ, তাফসির ও মর্মার্থ বুঝতে চাইলে এবং কুরআন সম্পর্কে চমকপ্রদ সব তথ্য জানতে চাইলে এই #লাইটঅফদ্যহলি_কুরআন কোর্সটি আপনাকে অবশ্যই করতে হবে।
এবং এই কোর্সটি সম্পন্ন করলে আপনি সহজেই বুঝতে সক্ষম হবেন কুরআন আসলে কতটা বৈচিত্রময়। কুরআনুল কারিম কতটা সহজ! সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোর্সের প্রতিটি বিষয় কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। প্রতিটি বিষয়ে কুরআন ও হাদিসের একাধিক রেফারেন্স রয়েছে।
কুরআন আল্লাহ আআলার ঐশীগ্রন্থ মহাবিশ্বের বিস্ময় অলৌকিক ও মুজিজাপূর্ণ একটি কিতাব। কুরআন পূর্বের সমস্ত কিতাবের সারনির্যাস তথা পূর্বের কিতাবে উল্লেখিত সমস্ত বিষয়বস্তুকে অন্তর্ভুক্ত করে নিয়েছে।
এক কথায় এই পরিচিতিমূলক আলোচনার মাধ্যমে একটি সমুদ্রের বর্ণনা দিয়েছি মাত্র। যারা কুরআনের গভীর সমুদ্রে অবগাহন করতে চায় তাদের জন্য লাইট অফ দ্য হলি কুরআন কোর্সটি করা অবশ্য কর্তব্য!!
আরো কি কি বিষয় নিয়ে জানতে পারবেন?
🔶 মানব মনস্তত্বের কুরআনী ধারণাসমূহ।
🔶 কুরআন: একটি আধুনিক মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ।
🔶 পবিত্র কুরআন ও মানব মন।
🔶 পবিত্র কুরআনের দর্শন ও দার্শনিকতা।
🔶 ইসলামি আধ্যাত্মিকতার মূল ভিত্তি পবিত্র কুরআন।
🔶 পবিত্র কুরআন এর ঐতিহাসিক ও ঐতিহ্য সম্বলিত ইতিহাস।
🔶 আল-কুরআন এবং আল্লাহর সৃষ্টি সম্পর্কে ধ্যান।
🔶 পরীক্ষামূলক বিজ্ঞান এবং ধর্ম: মহাজাগতিক আইন এবং আল-কুরআন।
🔶 আল-কুরআনে নৃতত্ত্ব।
🔶 আল-কুরআনের দৃষ্টিতে মানুষের সৃষ্টি উৎস।
🔶 আল-কুরআন এবং আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা।
🔶 পবিত্র কুরআন এর আলোকে পবিত্র জীবনের দিকনির্দেশনা।
অনলাইনে ৪ মাস। (১৫ টি ক্লাস।)
অনলাইনে যুক্ত হতে চাইলে কমেন্ট করুন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। বিস্তারিত জানতে আগ্রহী হলে এই নাম্বারে যোগাযোগ করুন।
01814-022480