রবিবার, জুলাই ২৭

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে দুই বান্ধবীর মৃত্যু

|| সেলিম হোসেেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকায় চেঙ্গী নদীতে ডুবে রিয়া চাকমা (১৭ ) ও পিয়াসি (বেটি) চাকমা (১৪) নামের দুই উপজাতীয় কিশোরীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ার নলছড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাংগ্রাই উৎসবকে স্বাগত জানাতে পাড়ায় পাড়ায় মানুষ যখন আনন্দে মাতোয়ারা তখন এমন দুঃসংবাদে এলাকায় চারদিকে শোকের ছায়া নেমে এসেছে।

পিয়াসি চাকমা একই এলাকার বিদেশী চাকমা এবং রিয়া চাকমা একই এলাকার রূপায়ন চাকমার মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, আজ সকাল পৌনে ১১টার দিকে চেঙ্গী নদীর পাড়ে পাঁচজন শামুক খুঁজতে যায়। এ সময় শরীরের ভারসাম্য হারিয়ে রিয়া চাকমা চেঙ্গী নদীতে পড়ে যান। এ সময় তাঁকে উদ্ধার করতে পিয়াসি চাকমাও নদীতে ঝাঁপ দেয়। নদীতে পানির গভীরতা বেশি থাকায় সেও ডুবে যায়। এ সময় সঙ্গে থাকা অন্যান্যরা স্থানীয়দের খবর দিলে নদীতে জাল ফেলে এক ঘণ্টা পর দুজনের মরদেহ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *