|| স্পোর্টস ডেস্ক ||
ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর আজ বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ মাঠে নেমেছিল সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে। কিংসটাউনে আগে ব্যাট করতে নেমে টাইগাররা সংগ্রহ করে ১২৯ রান। এরপর ছোট লক্ষ্য ডিফেন্ড করতে নেমে লাল-সবুজের দলের বোলাররা করেছেন দুর্দান্ত পারফর্ম্যান্স।
তাসকিন আহমেদ-তানজিম সাকিবদের তোপে ৪২ রানেই ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর স্বাগতিকরা শেষ পর্যন্ত অলআউট হয়েছে ১০২ রানে। আর তাতে ২৭ রানের দুর্দান্ত জয়ে সিরিজ নিশ্চিত করেছে লিটন দাসের দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে সবশেষ ৬ বছরে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়।