|| মো. আব্দুল বাকী, নারায়ণগঞ্জ ||
চৈত্রের খরতাপে,
মাটি চৌচির ম্যাপের মত আঁকা বাকা।
কৃষক হাল চাষ করে ফসল ফলাবে বলে।
সে কি জানতো, এতো কষ্টের পরেও শহরের
শিক্ষিতরা তাকে গালি দিবে তুই একটা চাষা, ক্ষ্যাত।
কৃষক হাসিয়া বলে, বলুক তাতে দুঃখ নাই।
মানুষের জন্যই কষ্ট করে যাবো।
বলব এটা হীন নাহি কাজ।
মাথা উঁচু করে চলব।
বলব আমরা মুর্খ। নই কো দুর্নীতিবাজ ।
লেখক: চাকুরীজীবী, নারায়ণগঞ্জ।