শুক্রবার, আগস্ট ২২

কুয়েট শিক্ষক সমিতির কালোব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

শিক্ষক লাঞ্ছনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিচারের দাবিতে ফের আন্দোলন শুরু করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২ টা থেকে ১ টা পর্যন্ত প্রশাসনিক ভবনের নিচে তারা অবস্থান ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেন। আগামী ২৫ ও ২৬ আগস্ট তারা একই কর্মসূচি পালন করবেন। এর মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।

কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সাহিদুল ইসলাম বলেন, আমরা উপাচার্যকে তিন সপ্তাহ সময় দিয়ে ক্লাসে ফিরেছি। কিন্তু এই সময়ে লাঞ্ছনায় জড়িত কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। ২৬ আগস্টের মধ্যে পদক্ষেপ না নিলে আমরা কঠোর হতে বাধ্য হবো।

এদিকে কুয়েটের নতুন উপাচার্য আওয়ামী লীগের সুবিধাভোগীদের পুনর্বাসন করছেন দাবি করে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন রাহুল জাবেদ, ইফাজ জমাদ্দার, শাকিব ফয়সাল অয়ন, জিলানী, রাজিম, সিয়াম, মাসুম, খাইরুল প্রমূখ।

প্রসঙ্গত, ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে শতাধিক আহত হন। ওই রাতেই হামলাকারীর পক্ষ নেওয়ার অভিযোগ তুলে তৎকালীন উপাচার্যসহ কয়েক শিক্ষককে লাঞ্ছনা করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। ৪ মে থেকে ক্লাস শুরুর কথা ছিল। তবে শিক্ষক লাঞ্ছনায় জড়িতদের বিচার দাবিতে ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম বর্জন করে শিক্ষক সমিতি। তারা ২৮ জুলাই পর্যন্ত টানা তিন মাস ক্লাস বন্ধ রাখেন। সবমিলিয়ে ৫ মাস লেখাপড়া বন্ধ থাকে বিশ্ববিদ্যালয়টিতে। নতুন উপাচার্য দায়িত্ব গ্রহণের পর ২৯ জুলাই থেকে পুনরায় ক্লাস শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *