শনিবার, ডিসেম্বর ৬

কুড়িগ্রামে বিএডিসির ৪ টন সার জব্দ

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাচারের চেষ্টা চলাকালে ৪ হাজার কেজি (৪ মেট্রিক টন) ডিএপি সার জব্দ করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে রায়গঞ্জ ইউনিয়নের উত্তর সাপখাওয়া মাস্টারমোড় এলাকায় স্থানীয়রা নছিমনভর্তি সারটি আটকে দিলে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সার ও নছিমনটি থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া ও ব্যাপারীটারী এলাকার বিএডিসি’র সার ডিলার হালিমা খাতুনের গোডাউন ‘মেসার্স রাদিয়া ট্রেডার্স’ (বীজ লাইসেন্স নং-১৫১২, সার লাইসেন্স নং-৪৭৯৫) থেকে গোপনে ওই সার অন্যত্র নেওয়া হচ্ছিল। মাস্টারমোড় বাজার এলাকার ভেতরের রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা গাড়িটি থামায়। সার কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল—এ বিষয়ে চালক সন্তোষজনক জবাব দিতে না পারায় স্থানীয়রা গাড়ি আটকে রাখেন এবং পুলিশকে খবর দেন।

স্থানীয় কৃষক আজিজুল হক ও আরিফ হোসেন অভিযোগ করে বলেন, এলাকায় সার সংকট চরম আকার ধারণ করেছে। ডিলারের কাছে গেলে সার পাওয়া যায় না, আবার পাওয়া গেলেও অতিরিক্ত দাম দিতে হয়। এ ডিলার আগেও অনিয়মের কারণে ১ লাখ টাকা জরিমানা গুনেছেন বলেও জানান তারা।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী নাগেশ্বরী থানার উপপরিদর্শক নাদিম বলেন, এসিল্যান্ড ও ওসির নির্দেশে সারসহ নছিমনটি জব্দ করে থানায় আনা হয়েছে।

এদিকে ঘটনাস্থলে সার ডিলার হালিমা খাতুন উপস্থিত থাকলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করে দ্রুত সরে যান।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে শনিবার তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা জানান, জব্দকৃত সার ও যানবাহন থানার হেফাজতে রয়েছে। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *