
|| কুড়িগ্রাম প্রতিনিধি ||
তথাকথিত লকডাউনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে কুড়িগ্রাম জেলা পুলিশ টানা বিশেষ অভিযান পরিচালনা করছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আরও ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত তিন দিনে নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে মোট ৫১ জনকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
জেলা পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থিত বিভিন্ন গ্রুপের সদস্যরা নাশকতা, অস্থিতিশীলতা সৃষ্টি, পূর্বের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং সাধারণ মানুষের উপর নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতা, পরিকল্পিত সহিংসতা এবং অন্যায় কার্যক্রমে জড়িত থাকার একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—নাগেশ্বরীর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য মোঃ লিটন মিয়া, কুড়িগ্রাম সদর কাঁঠালবাড়ীর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির মোহাম্মদ (৫৫), রৌমারী সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ সুজন (৩৯) এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন (২৭), উপজেলা যুবলীগের সদস্য রেজাউল করিম (৪২), কুড়িগ্রাম সদর ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামিলীগের সহসভাপতি নুর ইসলাম ওরফে মাইনাস (৫২), ফুলবাড়ী উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আশরাফুল হক মণ্ডল (৩৮), ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সুমন পোদ্দার (৩৭), রাজারহাট ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি গোপাল চন্দ্র বসুনিয়া (৬০), ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়ন যুবলীগের সভাপতি জহির উদ্দিন (৪০), নাগেশ্বরীর মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি আশরাফুল আলম (৪২), এবং রায়গঞ্জ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল মিয়া (৪৫)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোঃ আশরাফুল আলম, পিপিএম, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,
“তথাকথিত লকডাউনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতা সৃষ্টির অভিযোগে গত তিন দিনে জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব অভিযান অব্যাহত থাকবে।”
জেলা পুলিশ জানায়, নাশকতা দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুস্থিত ও নিরাপদ রাখতে জেলার সর্বত্র নজরদারি আরও জোরদার করা হয়েছে।
