বৃহস্পতিবার, আগস্ট ২১

কাশ্মীর সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়ে কি পালালো ভারতীয় সেনারা!

|| আন্তর্জাতিক ডেস্ক ||

পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পারমানবিক শক্তিধর দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। কাশ্মীর সীমান্তে ইতোমধ্যে কয়েকবার রাতের আধারে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। কাশ্মীর সীমান্তের ভারতীয় সেনারা একটি সামরিক চৌকিতে আত্মসমর্পণের প্রতীক হিসেবে পরিচিত ‘সাদা পতাকা’ উত্তোলন করেছে বলে দাবি করেছে পাকিস্তান।

বুধবার (০৭ মে) সকালে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে এই দাবি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার তার নিজস্ব এক্স অ্যাকাউন্টে এই দাবি তুলে ধরেছেন। তিনি বলেছেন, ‘প্রথমে তারা তদন্তের প্রস্তাব (পহেলগাম হামলার) থেকে সরে গিয়েছিল, এখন মাঠ থেকে পালিয়ে গেছে।’

তবে আল জাজিরা নিরপেক্ষভাবে পাকিস্তান সরকারের এই দাবিটির সত্যতা যাচাই করতে পারেনি।

অন্যদিকে, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সশস্ত্র বাহিনীর হামলার কয়েক ঘণ্টা পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিশ্ববাসীর উদ্দেশে একটি বার্তা দিয়েছেন।

সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘বিশ্বকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা দেখাতে হবে।’ এই খবর জানিয়েছে এনডিটিভি।

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে রাতভর ব্যাপক গোলাগুলি হয়েছে। ভারত অভিযোগ করেছে, পাকিস্তানি সেনাদের গুলিতে তিনজন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

একই সময়ে, পাকিস্তান জানিয়েছে যে ভারত পাকিস্তান এবং পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে দুটি মসজিদসহ ৯টি স্থানে হামলা চালিয়েছে। বুধবার ভোরের এই হামলায় কমপক্ষে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *