
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||
সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “কার্ড দিয়ে কোনো যুবককে আমরা বেকার বা অলস বানাবো না। বরং তাদেরকে আধুনিক প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করে গড়ে তোলা হবে, যাতে তারা নিজেদের উপার্জনে চলতে পারে। এর মাধ্যমেই দেশ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হবে।” আজ শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সিরাজগঞ্জের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে তিনি আরও বলেন, “সিরাজগঞ্জ একটি কৃষিপ্রধান এলাকা এবং এখানে প্রচুর গবাদি পশু পালন করা হয়। আমরা গবাদি পশুর দুধ আধুনিক প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এখান থেকে সারা দেশের দুধের চাহিদা মেটাবো, ইনশাআল্লাহ।”
জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে এবং মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি ও জেলা জামায়াত-শিবিরের শীর্ষ নেতৃবৃন্দ।

সমাবেশ চলাকালে ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চারটি আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এর মধ্যে প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা, শাপলাকলি এবং রিকশা মার্কা তুলে দেওয়া হয়।
বিপুলসংখ্যক নারী ও পুরুষ কর্মীর উপস্থিতিতে পুরো সিরাজগঞ্জ শহর এক উৎসবের নগরীতে পরিণত হয়। ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সপক্ষে মিছিলে মিছিলে মুখরিত ছিল শহরের প্রতিটি অলিগলি।
