
|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত মাদরাসাগুলোর দুই বছর মেয়াদী কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২ টায় প্রকাশিত ফলাফলে দেখা যায়, চূড়ান্ত বর্ষের মেধাতালিকায় সরকারি মাদরাসা-ই আলিয়া ঢাকা প্রথম স্থান অর্জন করেছে। এছাড়াও ১ম বর্ষের মেধাতালিকায় চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা প্রথম স্থান পেয়েছে। এই পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীর হার ৯২.৭২ শতাংশ।
এ বছর প্রথম ও চূড়ান্ত বর্ষে মোট ৪১,৮৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩৮,৭৫১ জন পরীক্ষায় উত্তীর্ণ হন। তাদের মধ্যে ২৮০ শিক্ষার্থী A+ (এ প্লাস) অর্জন করেছেন। প্রথম বর্ষের পাশের হার ৮৭.৮৩ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ৯৭.৬১ শতাংশ।
পরীক্ষা ০৩ মে থেকে ২৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে: www.result.iau.edu.bd.com