
|| নিউজ ডেস্ক ||
কাতার সফর ও সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ইতালির রাজধানী রোম ত্যাগ করে ওইদিন রাত ৩টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।
গত শনিবার ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বের নানা দেশের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে ড. ইউনূস উপস্থিত ছিলেন।
এর আগে তিনি চারদিনের সফর শেষে শুক্রবার কাতারের দোহা থেকে রোমে পৌঁছান। এরপর রোমে অবস্থানকালে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানের আগে-পরে বিশ্বনেতাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক বাণিজ্য, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।